Wellcome to National Portal
বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ এপ্রিল ২০২২

ইতিহাস ও কার্যাবলী

বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ১৯৯৯ সনে অর্থ মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি কোম্পানি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় বিএমডিএফ এর প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। ১৯৯৪ সনের কোম্পানি আইন অনুসারে ২০০২ সালে বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর দপ্তরে নিবন্ধিত হয়।

সংঘস্মারক (Memorandum) ও সংঘবিধির (Association) বর্ণিত দিক-নির্দেশনা অনুসারে বিএমডিএফ এর কার্যক্রম পরিচালিত হয়। সংঘ স্মারকে (Memorandum) বর্ণিত উদ্দেশ্যসমূহের অন্যতম হলোঃ (১) প্রাতিষ্ঠানিক, আর্থিক ও অবকাঠামো সেবা প্রদানে সক্ষমতা অর্জনে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে আর্থিক সহায়তা প্রদান করা (২) বৈধ উৎস হতে ঋণ, সাহায্য, দান বা অনুদান সংগ্রহ বা গ্রহণপূর্বক উক্ত তহবিল সক্ষমতা অর্জনের নিমিত্ত সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহকে অর্থায়ন করা (৩) নিজ নিজ প্রয়োজন মোতাবেক অবকাঠামো বিনিয়োগ প্রকল্প অনুসন্ধান ও উন্নয়নে আর্থিক, কারিগরি সাহায্য ছাড়াও উন্নয়ন কার্যক্রমে পরামর্শ প্রদান (৪) বিএমডিএফসহ পৌরসভা ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঋণ ও আর্থিক নীতিমালা, পৌরসভা/ সিটি কর্পোরেশনসমূহকে অর্থায়নের যোগ্যতা অর্জনের নীতিমালা বা ক্রয় নীতিমালা সংক্রান্ত বিষয়ের উপর উপযুক্ত প্রশিক্ষণের আয়োজন করা।

 

প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী কিভাবে পরিচালিত হবে তা সংঘবিধিতে বর্ণিত নির্দেশনা দ্বারা নির্ধারিত হয়। অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর গুণগত জীবন মান উন্নয়নই বিএমডিএফ এর প্রধান উদ্দেশ্যে আর এ প্রক্রিয়াতেই পৌরসভাসমূহকে নির্ভরশীল হতে সহায়তা করা।

বিএমডিএফ এর দাপ্তরিক কার্যাদি ২৯ জন নিয়মিত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত এবং তিনি প্রশাসন শাখার প্রধান কোম্পানি সচিব, প্রোগ্রাম শাখার প্রধান প্রোগ্রাম ম্যানেজার এবং অর্থ শাখার প্রধান ফাইন্যান্স ম্যানেজার গণের সার্বক্ষণিক সহায়তা ও সুপারিশের আলোকে দাপ্তরিক দায়িত্ব সম্পাদন করেন। নতুন প্রকল্প গ্রহণের নিমিত্ত বিএমডিএফ প্রকল্পের গ্রহণের সম্ভাব্যতা যাচাই,  প্রকল্প পুনঃবিবেচনা, ডকুমেন্টস যাচাই-বাছাই, মাঠ পর্যায়ের কার্যাদি পরিবীক্ষণ সহ ম্যানেজমেন্ট ও সুপারভিশন সংক্রান্ত কার্যাদি নিশ্চিতকরণের লক্ষ্যে বিএমডিএফ ৩য় পক্ষ ব্যক্তি পরামর্শক বা পরামর্শক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করে। উল্লেখ্য প্রকল্পের আকারের (ঝরুব) উপর পরামর্শক সংখ্যা নির্ধারিত হয়।  ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের নিদের্শনা মোতাবেক বিএমডিএফ এর কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব পদাধিকারবলে বিএমডিএফ এর সাধারণ পরিষদ এবং পরিচালনা পর্ষদ অর্থাৎ উভয় পর্ষদের চেয়ারপারসনের দায়িত্বে নিয়োজিত।