Wellcome to National Portal
বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২২

জিআইজেড

বাংলাদেশ মিউনিসিপল ​​ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) পৌরসভার বিভিন্ন ভৌত অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদানের পাশাপাশি নগরবাসীর নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিতকরণে পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে।

প্রায় ৭১ হাজার জনসংখ্যার জেলা শহর লালমনিরহাট পৌরসভার আয়তন ১৭.৪০ বর্গ কিলোমিটার। দ্রুত নগরায়নে দৈনিক ২৫ মেট্রিক টন সৃস্ট বিভিন্ন ধরণের বর্জ্য উৎপাদনের ফলে এই পৌরসভার ভূ-পৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি এবং প্রাকৃতিক সম্পদ প্রতিনিয়ত দূষণের মুখোমুখি হচ্ছে। তাই কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সবচেয়ে গুরুতর পরিবেশগত সমস্যা হিসাবে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় কারিগরী দক্ষতা ও যন্ত্রপাতির অভাবে এই পৌরসভায় নির্মিত অপর্যাপ্ত স্যানিটারি ল্যান্ডফিল (Sanitary Landfill) এবং ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (Fecal Sludge Treatment Plant) দ্বারা চিকিৎসা বর্জ্য এবং অ-ক্ষয়যোগ্য বর্জ্য ও পয়ঃবর্জ্যকে নিরাপদ এবং ক্ষয়যোগ্য পণ্যে প্রক্রিয়াকরণ ও পরিশোধন করতে পারছে না। লালমনিরহাট পৌর ​​কর্তৃপক্ষ চিকিৎসা এবং অ-ক্ষয়যোগ্য (Non-Degradable) বর্জ্য সহ বিপজ্জনক বর্জ্যকে পরিশোধন এবং কম্পোস্টিংয়ের মাধ্যমে জৈব সারে রূপান্তরে ও পুনঃচক্রায়নে (Recycling) এই প্ল্যান্টের ক্ষমতা বাড়াতে চায়। পৌর কর্তৃপক্ষ মনে করে এই প্ল্যান্ট রাজস্ব আয়ের একটি উৎস হতে পারে। এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ তাদের স্যানিটারি ল্যান্ডফিল এবং ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আধুনিকীকরণের জন্য বিএমডিএফে’র কাছে আর্থিক, কারিগরী ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে। 

2022-04-20-04-34-99b617c3535273682103ca5b22e28cd6